চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের বাড়িতে স্বজনদের আহাজারি। মঙ্গলবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অলিপুর গ্রামে
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের বাড়িতে স্বজনদের আহাজারি। মঙ্গলবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অলিপুর গ্রামে

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যা

কুমিল্লার অলিপুরে মাতম, কান্না থামছে না স্বজনদের

অলিপুর। কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের এই গ্রামটিতে মঙ্গলবার বিকেলে প্রবেশ করতেই ভিন্ন এক আবহ চোখে পড়ল। পুরো অলিপুর গ্রামকেই শোকে স্তব্ধ মনে হচ্ছিল। গ্রামের মানুষের মুখে প্রিয়জন হারানোর ছাপ স্পষ্ট। কারণ, চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র‍্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. মোতালেব হোসেন ভূঁইয়া এই গ্রামেরই বাসিন্দা। বিনয়ী আর ভদ্র হিসেবে পরিচিত বিজিবির এই কর্মকর্তাকে এলাকার মানুষ বেশ পছন্দ করতেন, ভালোবাসতেন। এ জন্যই তাঁর এমন মৃত্যুতে কাঁদছে পুরো গ্রাম।

মোতালেব হোসেন অলিপুর গ্রামের প্রয়াত আবদুল খালেক ভুঁইয়ার ছেলে। আট ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। মোতালেব এক ছেলে ও দুই মেয়ের বাবা। রাজধানীর পিলখানা এলাকায় থাকতেন তাঁর স্ত্রী ও সন্তানেরা।

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া

বিকেলে মোতালেব হোসেনের বাড়ির কাছাকাছি যেতেই দূর থেকে স্বজনদের কান্নার শব্দ কানে ভেসে আসছিল। বাড়ির আঙিনায় প্রবেশ করে চোখে পড়ল স্বজনদের ভিড়। মোতালেবের ভাইবোন ও স্বজনেরা তাঁর জন্য বিলাপ করছেন। এলাকার লোকজন তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাঁদের কান্না থামছে না।

সরেজমিন দেখা যায়, মোতালেব হোসেনদের আট ভাইয়ের বাড়ি পাশাপাশি লাগোয়া। মোতালেব নিজ বাড়িতে একতলা একটি ভবন নির্মাণ করছিলেন। যেটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। নির্মাণাধীন একতলা ভবনের পাশে রয়েছে একটি টিনের ঘর। বিকেল তখন চারটা, সেই ঘরের সামনে বসে স্বজনেরা অপেক্ষা করছিলেন মোতালেবের নিথর দেহের জন্য।

বাড়ির এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছিলেন সাইফুল ইসলাম। একই গ্রামের বাসিন্দা সাইফুল সম্পর্কে মোতালেবের ভাগনে। বড় বোনের ছেলে হলেও তাঁরা দুজনই বাল্যবন্ধু। একসঙ্গে পড়াশোনা করেছেন, ১৯৯৩ সালে দুজনে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না আমার মামা মোতালেব আর নেই। মামার সঙ্গে কত স্মৃতি। একসঙ্গে পড়ালেখা, বেড়ে ওঠা। বাড়িতে এলে সবার আগে আমার সঙ্গে দেখা করত। গত প্রায় ১৫ দিন আগে একদিন রাতে হঠাৎ কল দিয়ে বাড়িতে আসতে বললেন। আসামাত্রই অনেকগুলো মাছ দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলল। এটাই ছিল আমাদের শেষ দেখা।’

সাইফুল ইসলাম জানান, তাঁর মামা মোতালেব ১৯৯৬ সালে বিজিবিতে যোগ দিয়েছিলেন। বিয়ে করেন ২০০২ সালে। তিনি অনেক ভালো ও ভদ্র মানুষ ছিলেন। গ্রামের সবাই তাঁকে পছন্দ করতেন।

পাশেই দাঁড়িয়ে থাকা মোতালেবের আরেক ভাগনে আবুল খায়েরও তাঁর বাল্যবন্ধু। আবুল খায়ের বলেন, ‘মোতালেব মামা, আমি আর সাইফুল ছোটবেলার খেলার সাথি। তিনি অনেক ভালো মানুষ। সব সময় চেষ্টা করেছেন সততার সঙ্গে জীবন যাপন করার। তাঁর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।’

সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা। মঙ্গলবার রাত ৯টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অলিপুর ভূঁইয়াপাড়া ঈদগাহ মাঠে

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে মোতালেবের লাশ পতেঙ্গায় র‍্যাব-৭-এর কার্যালয়ে আনা হয়। এর আগেই মরদেহ গ্রহণ করে কুমিল্লার বাড়িতে আনার জন্য মোতালেবের স্ত্রী শামসুন্নাহার, ছেলে মেহেদী হাসান, বড় মেয়ে শামিমা জান্নাত ও ছোট মেয়ে সিদরাতুল মুনতাহা এবং মোতালেবের দুই ভাইসহ কয়েকজন আত্মীয় পৌঁছান র‍্যাব কার্যালয়ে। সেখানে জানাজার পর বিকেলে মোতালেবের মরদেহ নিয়ে স্বজনেরা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা করেন। রাত নয়টার দিকে স্থানীয় অলিপুর ভূঁইয়াপাড়া ঈদগাহে জানাজা শেষে তাঁকে বাড়ির সামনের মসজিদ–সংলগ্ন পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

মোতালেব হোসেন ভূঁইয়ার ভাই মো. মনির হোসেন অপেক্ষা করছেন ছোট ভাইকে শেষবিদায় জানানোর জন্য। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সর্বশেষ গত শনিবার সকাল ১০টার দিকে বাড়িতে এসেছিলেন মোতালেব। মাত্র দেড় ঘণ্টা থেকে বেলা সাড়ে ১১টার দিকে রওনা দেন চট্টগ্রামের উদ্দেশে। এটাই ছিল ভাইকে শেষবার দেখা। আমার আট ভাইয়ের মধ্যে বড় ভাই আগেই মারা গেছেন, আজকে হারালাম ছোট ভাইকে। ভাইয়ের এই মৃত্যু কীভাবে মেনে নেব?’

১১ ভাইবোনের মধ্যে দশম মোতালেব হোসেন ভূঁইয়ার বোন আঞ্জুমান আরা বেগম (মুন্নি)। তিনি ভাইয়ের জন্য বিলাপ করছিলেন বাড়ির আঙিনায়। বিলাপ করতে করতে আঞ্জুমান আরা বেগম বলেন, ‘আমার ভাইটা শেষ হয়ে গেল। আমার তো একটাই ছোট ভাই—এখন আমি কাকে স্নেহ করব। আপা বলে আর কেউ ডাকবে না আমায়। আমার ভাইয়ের ছেলেমেয়েরা কাকে বাবা ডাকবে। তাঁর পুরো পরিবারটাই শেষ হয়ে গেল। আমি ওই সন্ত্রাসী, খুনিদের বিচার চাই।’

গতকাল সোমবার সন্ধ্যায় র‍্যাবের একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে। হামলায় মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। আহত হন র‍্যাবের আরও তিন সদস্য। পরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে র‍্যাব সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। আহত তিনজন চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন।