Thank you for trying Sticky AMP!!

কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

নির্বাচনে সহায়তাকারী চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিলেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান

নির্বাচনে সহায়তাকারী চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন কিশোরগঞ্জ-২ (কাটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। এমন নিয়োগ বিজ্ঞপ্তিতে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে সহায়তা করার জন্য জরুরি ভিত্তিতে প্রতি ওয়ার্ডে কয়েকজন পুরুষ ও নারী স্বল্পকালীন নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত নির্বাচন সহায়তাকারীকে যথাযথ সম্মানী দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি চাওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপিসহ আগ্রহীদের ২০ ডিসেম্বর বেলা ১১টায় সরাসরি পাকুন্দিয়া সদর ঈদগা মাঠে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সহায়তাকারীদের ২৫ ডিসেম্বর কাজে যোগ দিতে হবে। ৭ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করতে হবে।

Also Read: প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সাবেক নেতা আখতারুজ্জামান

বিষয়টি নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। অল্প সময়ে তো আর কর্মী হয়ে যায় না। তাই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন।

আখতারুজ্জামানের দুই কর্মীকে বিএনপি থেকে বহিষ্কার

এদিকে আখতারুজ্জামানের নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় তাঁর দুই কর্মীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে একজন বর্তমান ইউপি চেয়ারম্যান এবং অপরজন সাবেক ইউপি চেয়ারম্যান।

আজ মঙ্গলবার জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। শহীদুল্লাহ কায়সার জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তাঁরা নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেন। তাই তাঁদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Also Read: মনোনয়নপত্র কিনেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান

বহিষ্কৃত ওই দুই ব্যক্তি হলেন কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবিরী ও চান্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন।

Also Read: বিএনপির নেতাদের বিচারের ব্যাপারে শুধু আদালতই বলতে পারেন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলাউদ্দিন সাবিরী ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহতাব উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Also Read: নির্বাচনে আনতে বিএনপি নেতাদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, টেলিভিশন চ্যানেলকে কৃষিমন্ত্রী