খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকা থেকে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শটগান ও ১৬টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড পুলিশ (বিজিবি)। গতকাল রোববার রাত সাড়ে তিনটার দিকে এসব অস্ত্র-গুলি উদ্ধার হয়। বিজিবি জানিয়েছে, গতকাল রাতে ওই এলাকায় আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) সঙ্গে বিজিবির টহল দলের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এরপর ইউপিডিএফ সদস্যরা এসব অস্ত্র-গুলি রেখে পালিয়ে গেছেন।
বিজিবির যামিনী পাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাগুলির এক পর্যায়ে ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যান। এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির টহল দলের সঙ্গে গোলাগুলির ঘটনা অস্বীকার করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের দলের কোনো নেতা-কর্মীর সঙ্গে বিজিবির গোলাগুলি হয়নি। দেশে-বিদেশে ইউপিডিএফের গ্রহণযোগ্যতা থাকায় দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জানতে চাইলে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। পুলিশকে অবহিত করা হলে নিয়মানুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।