রাজাপুরে পরীক্ষা চলাকালে মাদ্রাসার শ্রেণিকক্ষের ছাদ ধসে সাত শিক্ষার্থী আহত হয়েছে। রোববার সকালে উপজেলার মঠবাড়ী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায়
রাজাপুরে পরীক্ষা চলাকালে মাদ্রাসার শ্রেণিকক্ষের ছাদ ধসে সাত শিক্ষার্থী আহত হয়েছে। রোববার সকালে উপজেলার মঠবাড়ী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায়

ঝালকাঠিতে পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা খসে মাদ্রাসার ৭ শিক্ষার্থী আহত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে সাত শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঠবাড়ী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ পরীক্ষাকক্ষের ছাদের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে। এতে কক্ষে থাকা সাত শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অভিভাবকেরা এসে ক্ষোভ প্রকাশ করেন।

পরীক্ষাকক্ষে দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ১৯৯৩–৯৪ অর্থবছরে নির্মিত একতলা ভবনটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মাঝেমধ্যে ছাদের পলেস্তারা খসে পড়ে।

মাদ্রাসার সুপার মো. আবদুল মন্নান বলেন, ‘বছরের পর বছর আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেছি। কর্মকর্তারা ভবন পরিদর্শন করে ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছেন। কিন্তু তারপরও কোনো সংস্কার হয়নি, বরাদ্দও আসেনি।’

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঝালকাঠির সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ভবনটি পরিদর্শনের জন্য প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।