জামালপুরের ইসলামপুর উপজেলার দুই ব্যক্তির বাড়ি থেকে ভিজিডির ৬০৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অতিদরিদ্রদের জন্য সরকারিভাবে বরাদ্দ করা এসব চাল আজগর ও আনোয়ার নামের দুই ব্যক্তি অবৈধভাবে কিনে নিজেদের কাচিহারা গ্রামের বাড়িতে মজুত করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাঁদের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ৬০৩ বস্তা চাল উদ্ধার করেন। তবে ওই দুই ব্যক্তি পালিয়ে যান। পরে এসব চাল জব্দ করে গতকাল রাতে ইসলামপুর থানায় আনা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজগর ও আনোয়ার কালোবাজারি। তবে এসব চাল কেনার সঙ্গে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের কেউ কেউ জড়িত থাকতে পারেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, সরকারি চাল মজুত ও কালোবাজারির অভিযোগে গতকাল রাতেই ওই দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।