বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর বাজারের একটি গুদাম থেকে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর বাজারের একটি গুদাম থেকে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে

বাগেরহাটে গুদাম থেকে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি গুদাম থেকে ৬০০ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ফকিরহাট বাজারের কেরামত আলী মার্কেটে থাকা ‘মজুমদার ভান্ডর’ নামের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের মনোগ্রামযুক্ত বস্তাগুলো উদ্ধার হয়।

সরকারি চাল সংরক্ষণ ও বিক্রির চেষ্টার অভিযোগে গুদামের মালিকদের একজন আশাতীত মজুমদার (২১) ও কর্মচারী আবদুর রসুলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আশাতীত মজুমদার ফকিরহাট উপজেলার কাথলী গ্রামের প্রফুল্ল মজুমদারের ছেলে এবং আবদুর রসুল বারাশিয়া গ্রামের দাবির উদ্দীন ভূঁইয়ার ছেলে। তাঁদের বিরুদ্ধে ফকিরহাট থানায় সরকারি চাল সংরক্ষণ ও বিক্রিচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের কাছে জানিয়েছেন, বগুড়ার করতোয়া চালকলের উৎপাদক প্রতিষ্ঠান মেসার্স আসিফ এন্টারপ্রাইজ থেকে ৯ লাখ ৩৪ হাজার টাকায় ৩০ কেজি ওজনের ৬৬৭ বস্তা ওএমএসের চাল কিনেছিলেন তাঁরা।

ফকিরহাটের উপখাদ্য পরিদর্শক ইকবাল হোসেন বলেন, প্রতিটি চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের মনোগ্রাম আছে। গতকাল সকালে গুদামে ওই চাল এসে পৌঁছানোর পর পাইকারি ও খুচরা বিক্রির জন্য নুরজাহান রাইস নামে একটি ভিন্ন বস্তায় পরিবর্তনের কাজ শুরু হয়েছিল। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, রাতে অভিযান চালানোর পর তাৎক্ষণিকভাবে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। এই ব্যবসায়ী সরকারি চাল আত্মসাৎ ও ক্রেতাদের সঙ্গে প্রতারণা করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।