মৃত শাবকটির পাশে মা হাতি
মৃত শাবকটির পাশে মা হাতি

কাপ্তাই হ্রদে মৃত হস্তিশাবক, পাহারায় মা

রাঙামাটির বরকলের সুবলংয়ে কাপ্তাই হ্রদের কিনারায় একটি হস্তিশাবকের মৃতদেহ ভাসতে দেখা যায়। প্রায় ৯ মাস বয়সী মৃতদেহটি পাহারা দিচ্ছে শাবকটির মাসহ হাতির পাল। বন বিভাগ উদ্ধার করতে গেলে হাতির পাল তেড়ে আসে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান জানান, শাবকটির ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।