
ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সরকার সচিবের পারিবারিক কবরস্থানের উন্নয়নে জেলা পরিষদ আটটি প্রকল্পে ২৪ লাখ টাকা বরাদ্দ দেয়। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কবির হোসেনের বিরুদ্ধে সচিবকে খুশি করতে এমন কাজের অভিযোগ উঠেছে। এছাড়াও, তার বিরুদ্ধে জালিয়াতি, কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগের পর তাকে বদলি করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি তদন্ত করছে। সচিব রেজাউল মাকছুদ জাহেদী জানান, তিনি শুধু জনগণের জন্য পানির ব্যবস্থা করতে বলেছিলেন।