
ফরিদপুরে সড়ক দুর্ঘটনার একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে হঠাৎ বুকে ব্যথাসহ অসুস্থ হয়ে পড়ে এক বাসচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মাহাবুবুর রহমান গাজী (৩৬)।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
মাহবুবুর রহমান গাজী সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ের বাবা। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই শামীম হোসেন ওই ব্যক্তিকে নিয়ে হাসপাতালে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
ফরিদপুরের কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, আদালতে অসুস্থ হয়ে পড়লে মাহাবুবুর রহমানকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ জানুয়ারি ফরিদপুর সদরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনা হয়। যে বাসটি দুর্ঘটনায় পড়ে, সেটি মাহাবুবুর রহমান চালাচ্ছিলেন।
ওই দিন ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আইনে করা মামলায় বাসচালক মাহবুবুর রহমান গাজীকে একমাত্র আসামি করা হয়। ওই মামলায় হাজিরা দিতে এসেছিলেন তিনি।
মাহবুবুর রহমান গাজী বাড়ি থেকে একাই আদালতে হাজিরা দিতে এসেছিলেন জানিয়ে তাঁর শ্যালক মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে নিয়ে যেতে চাই।’