ফরিদপুরে বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড করে ব্যানারে কেড়ে নিয়েছে পুলিশ। আজ রোববার সকালে শহরের কোর্টপাড়া এলাকায় আইনজীবী সমিতি ভবনের সামনে
ফরিদপুরে বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড করে ব্যানারে কেড়ে নিয়েছে পুলিশ। আজ রোববার সকালে শহরের কোর্টপাড়া এলাকায় আইনজীবী সমিতি ভবনের সামনে

ফরিদপুরে বিএনপির মানববন্ধন শুরুর পরপরই পণ্ড করল পুলিশ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফরিদপুরে বিএনপির আয়োজিত মানববন্ধন শুরুর পরপরই পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এ সময় পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

‘মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতা-কর্মী ও নাগরিক পরিবারের স্বজন’দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এতে বিএনপির বেশ কিছু নেতা-কর্মী ও আইনজীবীরা অংশ নেন। মানববন্ধন সঞ্চালনা করেন মহানগর বিএনপির সভাপতি বেনজীর আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ ও গোলাম রব্বানী মানববন্ধনে বক্তব্য দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। আয়োজকদের মানববন্ধন করা যাবে না বলে জানিয়ে ওই স্থান ত্যাগের নির্দেশ দেয় পুলিশ। তবে বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করে। তখন পুলিশ ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়।

মানববন্ধন শুরুর পরপরই পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।  আজ রোববার সকালে শহরের কোর্টপাড়া এলাকায় আইনজীবী সমিতি ভবনের সামনে

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী অভিযোগ করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। একজন একজন করে নেতারা বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু একপর্যায়ে পুলিশ এসে আমাদের ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেয়।’

যদিও এ ধরনের কোনো মানববন্ধন কর্মসূচিই হয়নি বলে দাবি ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলের। তিনি বলেন, সকাল থেকেই আদালত চত্বর এলাকায় পুলিশ ছিল। ওখানে কাউকে মানববন্ধন জাতীয় কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তাই ব্যানার কেড়ে নেওয়ারও কোনো ঘটনা ঘটেনি। এ অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি ওসির।