
ফরিদপুরের মধুখালীতে পাকুড়গাছ ও বাসের মধ্যে আটকে পড়া লোকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার সোয়া দুই ঘণ্টা পর আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে একটি রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটিকে টেনে বের করার পর ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
এর আগে আজ সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৫৫) বলে জানা গেছে। তিনি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামের বাসিন্দা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক অধীর হাওলাদার বলেন, আটকে পড়া ওই লোক দুই পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য আমিনুলকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি, এটাই বড় কথা। এখন ওই এলাকার যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। আশা করা যায়, আগামী আধা ঘণ্টার মধ্যে মহাসড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে।’