জামালপুরে বাস– ইজিবাইক সংঘর্ষে একজন নিহতের ঘটনায় বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। আজ রোববার সকালে
জামালপুরে বাস– ইজিবাইক সংঘর্ষে একজন নিহতের ঘটনায় বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। আজ রোববার সকালে

জামালপুরে দুর্ঘটনায় একজন নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম–পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের যাত্রীবাহী বাস জামালপুর শহরের দিকে আসছিল। এ সময় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার আহাম্মেদ বলেন, মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একজন পথচারী নারী ও তাঁর সন্তান এবং ইজিবাইকের চালক আহত হয়েছেন। ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।