পরিত্যক্ত বাড়ি
পরিত্যক্ত বাড়ি

পরিত্যক্ত বাড়ি থেকে আসছিল দুর্গন্ধ, পাওয়া গেল পোকায় ধরা লাশ

চট্টগ্রাম নগরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার নগরের পাহাড়তলী থানার সরাইপাড়ার লোহারপুল এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে পরিচয় জানা যায়নি।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ প্রথম আলোকে বলেন, পরিত্যক্ত একটি বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ আসায় আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে পোকামাকড় এসে গেছে। ধারণা করা হচ্ছে, লাশটি পাঁচ থেকে ছয় দিন আগের। লাশের পাশে একটি মদের বোতল ও একটি মুঠোফোন পাওয়া গেছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেয়াল টপকে পরিত্যক্ত ওই বাড়িতে যান উদ্ধার হওয়া ব্যক্তি। সেখানে মদপান করার পর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের আঙুলের ছাপ নিয়েও পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধার করা মুঠোফোনে যোগাযোগ করে লাশের স্বজনদের বের করার চেষ্টা চলছে।