Thank you for trying Sticky AMP!!

২০২৩ সালের জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে: রেলমন্ত্রী

ভাঙ্গা জংশন স্টেশনে রেললাইনের স্লিপার স্থাপনকাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায়

২০২৩ সালের জুন মাসে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম ওরফে সুজন।

আজ শনিবার বেলা দুইটার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা জংশন স্টেশনে রেললাইনের স্লিপার স্থাপনকাজের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে, রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রেলমন্ত্রী বলেন, ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ রয়েছে। এ পথে স্লিপার স্থাপনের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে।

ভাঙ্গা রেলওয়ে জংশনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, ভাঙ্গা হয়েই ঢাকা, ফরিদপুর, যশোর, বরিশালে ট্রেন যাবে। এ জন্য দেশের সবচেয়ে আধুনিক রেলওয়ে জংশন নির্মিত হচ্ছে ভাঙ্গায়।