
জীবিকার তাগিদে কয়েকজন শ্রমিক তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে শহরে যাচ্ছিলেন। বাহন ছিল ব্যাটারিচালিত ভ্যান। চালাচ্ছিলেন নাজমুল হোসেন (৩০) নামের এক শ্রমিক। পথে পেছন থেকে ভ্যানটিকে একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দেয়। নিমেষেই ঝরে যায় ভ্যানচালক নাজমুলের প্রাণ। গুরুতর আহত হন ভ্যানে থাকা যাত্রী আরও দুজন নির্মাণশ্রমিক।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের বাঁশআড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাজমুল হোসেন কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের বাসিন্দা। আর আহত ব্যক্তিরা একই এলাকার হেলাল উদ্দিন (২৫) ও রাসেল হোসেন (২০)। তাঁরা সবাই পেশায় নির্মাণশ্রমিক। নাজমুল ভ্যান চালিয়ে শহরে শ্রমিকদের আনা নেওয়ার কাজও করতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে ব্যাটারিচালিত ভ্যানে করে রাজমিস্ত্রির কাজের জন্য নাজমুল, হেলাল ও রাসেল কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে কুমারখালীর বাঁশআড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি খালি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নাজমুল হোসেন নিহত হন। আর স্থানীয় লোকজন ওপর দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, ভ্যানটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায় বলেন, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।