কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে এক সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ সোমবার দুপুরে
কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে এক সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ সোমবার দুপুরে

কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

‘জুলাই যোদ্ধাদের অবদানের কারণেই আমরা স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি’

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। তাদের শুধু তারিখে-তারিখে নয়, প্রতিনিয়ত স্মরণ করতে হবে। জুলাই যোদ্ধাদের অবদানের কারণেই আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি।’

আজ সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কক্সবাজারের বিজয় সরণি সড়কের হোটেল শৈবালসংলগ্ন স্থানে নির্মাণ করা হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভটি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ে নিহত ও আহতদের যে অবদান, তা কখনো টাকা দিয়ে পোষানো যাবে না। তবু আমরা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করছি।’ তিনি বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের দায়িত্ব পূর্ত মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। এই স্মৃতিস্তম্ভ শুধু দিবসের অনুষ্ঠানের জন্য নয় বরং প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের অবদান মনে রাখার জন্য। তাঁদের আত্মত্যাগের স্মারক এটি।’

স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের উদ্বোধনের সময় তাঁর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, স্তম্ভটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন ও পূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে।

স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধনের পর দুপুর ১২টার দিকে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে এক সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা আশ্রয়শিবির ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক ওই সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন অনেক সচেতন। জনগণ রুখে দাঁড়ালে এই প্রবণতা বন্ধ হবে। কারও আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই।