
অস্ত্রসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু সাদাত মো. সায়েমকে (৪৩) গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। তিনি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মৃত নুরুল আনোয়ারের ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের খুলশী থেকে পটিয়া থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ইলিয়াছ খাঁর বাড়ি এলাকায় পরিত্যক্ত একটি ঘর থেকে একটি দেশে তৈরি এলজি উদ্ধার করা হয়। গত ৪ আগস্ট পটিয়ায় মাদ্রাসা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে তাঁর নেতৃত্বে হামলার করা হয় বলে অভিযোগ আছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে। আজ বুধবার তাঁকে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।