
নিজের ফেসবুক আইডিতে পিস্তলের ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার সোহরাব হোসেন ওরফে মাহি (২০) নামের এক তরুণ। বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করে চাটখিল থানার পুলিশ। আটক সোহরাব উপজেলার পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামদেবপুর গ্রামের মৃত সামছুল আলম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোহরাব হোসেন নিজেকে পরকোট ইউনিয়নে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন। স্থানীয় কিশোরদের একটি গ্যাংয়ের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা আছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ। এই গ্যাং এলাকায় চাঁদাবাজি ও মারামারি করে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর নিজের ফেসবুক আইডির স্টোরিতে একটি পিস্তলের ছবি দেন সোহরাব। এরপরই বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। একপর্যায়ে জেলা পুলিশও বিষয়টি জানতে পারে। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের নির্দেশে চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন শাহ বিষয়টি যাচাই করতে গিয়ে সোহরাবকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি একেকবার একেক কথা বলেন। বক্তব্যে অসংলগ্নতার পাশাপাশি পিস্তলের ছবির বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় তাঁকে আটক করা হয়।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক তরুণকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। ফেসবুকে পোস্ট করা অস্ত্রের বিষয়ে আরও অনুসন্ধানের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।