মৌলভীবাজারের জুড়ীতে অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের স্রোতের টানে পানিতে ডুবে রিয়াদ আহমদ (১৩) নামের এক কিশোর মারা গেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে ডুবে যাওয়া ফাহিম আহমদ (১৫) নামের আরেক কিশোর অল্পের জন্য প্রাণে বেঁচেছে। ঘটনাটি ঘটে আজ সোমবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের রানীমোড়া এলাকায়।
মারা যাওয়া রিয়াদ পাশের সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল এলাকার বাসিন্দা সৌদি আরবপ্রবাসী পাখি মিয়ার ছেলে। সে স্থানীয় বিশ্বনাথপুর জালালিয়া হাফিজিয়া মাদ্রাসায় হিফজ শ্রেণিতে পড়ত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় নিচু স্থান ডুবে গেছে। বিকেল সাড়ে চারটার দিকে রিয়াদ ও প্রতিবেশী ব্যবসায়ী পাখি মিয়ার ছেলে ফাহিম ঘুরতে বের হয়। রানীমোড়া এলাকায় তলিয়ে যাওয়া রাস্তা পার হওয়ার সময় প্রবল স্রোতের টানে রিয়াদ ডুবে যায়। তাকে রক্ষার জন্য এগিয়ে গেলে ফাহিমও ডুবে যায়। পরে আশপাশের লোকজন নৌকা নিয়ে ছুটে গিয়ে দুজনকে টেনে তোলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রিয়াদ মারা যায়। প্রাথমিক চিকিৎসার পর ফাহিম সুস্থ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানান, রানীমোড়ার কাঁচা রাস্তার পাশে গভীর ডোবা রয়েছে। প্রবল স্রোতের কারণে ডুবে যাওয়া রাস্তা থেকে ডোবায় পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, বিনা ময়নাতদন্তে রিয়াদের লাশ পেতে স্বজনেরা আবেদন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফাহিম চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।