হাউস বোট আগুন জ্বলছে। শুক্রবার রাতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে
হাউস বোট আগুন জ্বলছে। শুক্রবার রাতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে

টাঙ্গুয়ার হাওরে আগুনে পুড়ল হাউস বোট

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউস বোট আগুনে পুড়ে গেছে। হাওরের উত্তর পাড়ের শহীদ সিরাজ লেক (নীলাদ্রী লেক) এলাকার পাশে আজ শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ার আগেই পর্যটকদের উদ্ধার করায় তাঁদের কোনো ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ‘রাহবার’ নামের একটি হাউস বোট শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা সদর থেকে পর্যটকদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে যায়। দিনে হাওরের পর্যবেক্ষণ টাওয়ার এলাকায় পর্যটকদের নিয়ে ঘোরাঘুরির পর বোটটি সন্ধ্যায় রাত যাপনের জন্য উপজেলার টেকেরঘাটে শহীদ সিরাজ লেক এলাকায় যায়। সেখানে অন্য বোটগুলোর সঙ্গে এটিও ছিল। বোটটি তীরের কাছকাছি পৌঁছার সময় রাত আটটার দিকে হঠাৎ করেই ওই বোটে আগুন দেখতে পান আশপাশের লোকজন। তখন পাশে থাকা অন্য একটি হাউস বোট সেখানে গিয়ে ১২ জন পর্যটককে উদ্ধার করে। এরপর পুরো বোটে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো বোটটি পুড়ে যায়।

তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি গোলাম রব্বানী জানিয়েছেন, ওই হাউস বোটে সাতজন পুরুষ ও পাঁচজন নারী পর্যটক ছিলেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বোটে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে পানি আসায় পর্যটকদের উপস্থিতি বেড়েছে। ছুটির দিন শুক্র ও শনিবার পর্যটক থাকেন বেশি। পর্যটকেরা দিনভর হাওরে ঘোরাঘুরি পর বোটে রাত যাপন করেন শহীদ সিরাজ লেক এলাকায়। এখানে রাতে সব বোট পর্যটকদের নিয়ে অবস্থান করে।