কালাইয়ে ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

র‍্যাবের হাতে গ্রেপ্তার আব্দুল বারিক
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলায় একটি বাহিনীর নয়টি ভুয়া নিয়োগপত্রসহ মো. আবদুল বারিক ওরফে বাকী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার দুপুরে উপজেলার মোলামগাড়ী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আবদুল বারিক কালাই উপজেলার কাদিরপুর গ্রামের মো. আইজ উদ্দিনের ছেলে। আজ বিকেলে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, আবদুল বারিকসহ তিনজনের একটি প্রতারক চক্র আছে। ওই চক্রের মূল হোতা আবদুল বারিক। চক্রটি দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নামে এলাকার লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা ২০২১ সালে একটি বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে দুজনের কাছ থেকে টাকা নেয়। এরপর তাঁদের ভুয়া নিয়োগপত্র দেয়। তাঁরা চাকরিতে যোগ দিতে গিয়ে নিয়োগপত্র ভুয়া বলে জানতে পারেন। আজ দুপুরে মোলামগাড়ী বাজারে অভিযান চালিয়ে একটি বাহিনীর নয়টি ভুয়া নিয়োগপত্রসহ আবদুল বারিককে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান প্রথম আলোকে বলেন, ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক আবদুল বারিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনউদ্দিন প্রথম আলোকে বলেন, আসামি আবদুল বারিককে আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।