ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে গোসল করতে নেমে মো. সাইফুল ইসলাম (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাছিয়ারা গ্রামের বাসিন্দা। সে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের প্রথম পর্বের শিক্ষার্থী ছিল।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সকালে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে যায় সাইফুল। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে সহপাঠীরা তাকে পুকুর থেকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক পরিষদের সভাপতি জি এম তাজ উদ্দিন বলেন, ‘ঘটনার খবর নিহত শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়েছে। স্বজনেরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, মৃতদেহ হাসপাতালেই আছে। আইনগত প্রক্রিয়া চলছে।