
অজ্ঞাতনামা এক বৃদ্ধা জলাশয়ের (বিল) ঝোপের আড়ালে নির্জন স্থানে পড়ে ছিলেন। বিলে হাঁস নিয়ে গিয়েছিল এলাকার এক তরুণ। তিনি বৃদ্ধাকে নির্জীব অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেন পরিচিত এক ব্যক্তিকে। এর পর তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিয়ে ঘটনাটি জানান। পরে পুলিশ এসে ওই বৃদ্ধাকে উদ্ধার করে।
শনিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের ভারুয়া বিলের ওই ঝোপের আড়াল থেকে বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ। এর পর তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় লোকজনের ধারণা, পরিবারের সদস্যদের কেউ হয়তো ওই বৃদ্ধাকে নির্জন ওই স্থানে ফেলে গেছেন।
ওই বৃদ্ধাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম প্রথম আলোকে বলেন, কয়েক দিন অনাহারে থাকায় ওই বৃদ্ধা দুর্বল হয়ে পড়েছেন। তিনি সাড়া দিতে পারছেন না। তাঁকে স্যালাইন দেওয়া হয়েছে। খানিকটা স্বাভাবিক হলে তাঁকে মুখে খাবার দেওয়া হবে।
স্থানীয় জানিয়েছেন, ফারুক নামের এলাকার এক তরুণ হাঁসের ঝাঁক নিয়ে ভারুয়া বিলে নেমেছিলেন। কয়েকটি হাঁস ঝোপের কাছে চলে গেলে সেখানে গিয়ে ওই বৃদ্ধাকে দেখতে পান তিনি। সেখান থেকে ঘটনাটি মুঠোফোনে রুবেল নামের পরিচিত এক ব্যক্তিকে জানান। পরে রুবেল জাতীয় জরুরি সেবা নম্বরে কল করেন।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া প্রথম আলোকে বলেন, জরুরি সেবার নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে তিনি দুজন উদ্ধারকারী নিয়ে ঘটনাস্থলে যান। জায়গাটি ভারুয়া বিল নামে পরিচিত। চারপাশে পানি ও কচুরিপানা। মাঝখানে ঝোপঝাড়। গিয়ে ওই ঝোপঝাড়ের আড়ালে বৃদ্ধাকে শুয়ে থাকতে দেখেন।
ওই বৃদ্ধা সুস্থ হওয়ার পর তাঁর পরিচয় জানার চেষ্টা করা হবে উল্লেখ করে এসআই রুবেল বলেন, তিনি কীভাবে নির্জন বিলের মাঝখানে গেলেন, তা তদন্ত করে দেখা হবে।