নিহত মো. শিপন
নিহত মো. শিপন

সন্দ্বীপে আওয়ামী লীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সন্দ্বীপে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মো. শিপন (৪৫)। তিনি মগধরা ৭ নম্বর ওয়ার্ডের আনসারুল হকের ছেলে। তাঁর বড় ভাই মো. সাখাওয়াত হোসেন ওরফে বকুল সন্দ্বীপের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটায় মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচ আইন্না গোপাট নামের এলাকার একটি রাস্তার ওপর তাঁর রক্তাক্ত লাশ দেখতে পান এলাকাবাসী। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত তরুণের একটি মুরগির খামার রয়েছে।

কারা, কী কারণে শিপনকে হত্যা করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি। তবে ওই এলাকার একাধিক বাসিন্দা জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বড় ভাই আওয়ামী লীগের নেতা। রাজনৈতিক কারণে তিনি হত্যার শিকার হতে পারেন। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে, এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি শিপনের বড় ভাই সাখাওয়াত।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে।

পাঁচ আইন্না গোপাটের এক বাসিন্দা প্রথম আলোকে জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি শুনতে পান রাস্তার ওপর এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখেন, অনেক লোক জড়ো হয়েছেন। পাশে পড়ে আছে একটি মোটরসাইকেল। ধারণা করা হচ্ছে, তিনি মোটরসাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিলেন। পথে কেউ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে জখম করে ফেলে যায়।

সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল ইসলাম আরও বলেন, শিপনকে সম্ভবত মোটরবাইক থামিয়ে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এতে শিপনের দেহ থেকে হাত দুটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাঁর মুখের বাঁ পাশে এবং মাথায় কোপের আঘাত ছিল।