লাশ
লাশ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ১২ ঘণ্টার ব্যবধানে নিহত ২

নরসিংদী শহরে মাত্র ৫০ গজের ব্যবধানে ১২ ঘণ্টার মধ্যে ট্রেনের ধাক্কায় এক কিশোর ও মধ্যবয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে। নিহত কিশোরের পরিচয় জানা গেলেও মধ্যবয়সী ব্যক্তির নাম–পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের তরোয়া মাজার এলাকায় মধ্যবয়সী এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় নিহত হন। এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বটতলা জিরো পয়েন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় মারা যায় এক কিশোর। নিহত কিশোরের নাম তামিম রহমান (১৫)। সে নরসিংদী শহরের বাসাইল এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবার নাম ফখরুল ইসলাম।

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় তামিম বাটিভর্তি কাঁঠাল নিয়ে উপজেলার মোড় এলাকায় ফুফুর বাড়িতে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সে অসাবধানতাবশত জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পার হচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন।

আজ সকাল সাড়ে সাতটার দিকে তরোয়া মাজার এলাকায় রেললাইন ধরে হাঁটার সময় ঢাকাগামী নরসিংদী কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত হন প্রায় ৪৫ বছর বয়সী ওই অজ্ঞাত ব্যক্তি। তিনি তরোয়া মাজারের ভক্ত ছিলেন বলে স্থানীয় লোকজন জানান। তবে তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, দুজনের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়। নিহত কিশোরের পরিবার আবেদন করলে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। আর অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।