জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

নরসিংদীতে পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

নরসিংদীর শিবপুরে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যের গালে থাপ্পড় দেওয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদ হাসানকে (জজ মিয়া) দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রথম আলোকে এর সত্যতা নিশ্চিত করেন শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লা।

এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে শিবপুর থানা কমপ্লেক্সে হাজতখানার সামনে পুলিশ সদস্যের গালে থাপ্পড় দেওয়ার ঘটনা ঘটে। অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান নাদিম সরকারকে ছাড়াতে তদবির করার জন্য থানায় গিয়েছিলেন আবিদ হাসান। ঘটনার পর আবিদকেও আটক করে হাজতখানায় রাখা হয়। পরে গতকাল দুপুরে ভুক্তভোগী কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় তাঁকে কারাগারে পাঠান আদালত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নরসিংদী জেলার শিবপুর উপজেলা শাখার সদস্যসচিব আবিদ হাসানকে দলের প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।