Thank you for trying Sticky AMP!!

আখাউড়ায় পাওয়া গেল মর্টার শেল, ধারণা মুক্তিযুদ্ধের সময়ের

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খোঁড়ার সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর গ্রামের আবুল হাসেম মিয়ার বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মর্টার শেলটি একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, সীমান্তবর্তী চাঁনপুর আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশে হাসেম মিয়ার বাড়ির একটি লিচুগাছের নিচে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় মাটির নিচ থেকে বড় আকারের একটি মর্টার শেল বের হয়ে আসে। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ সেটিকে নিজেদের হেফাজতে নেয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, ধারণা করা হচ্ছে মর্টার শেলটি একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের। সেই সময় এটি অবিস্ফোরিত থাকে। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে নিয়ে মাটির গর্তে নিরাপদ স্থানে রেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনানিবাসের বোমা বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে।