গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কের ছয় কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করেছে বন বিভাগ। বুধবার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা দীপংকর বর।
জানা গেছে, সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার আনিসুর রহমানকে রাজশাহীতে ও ফরেস্টার মো. হারুনুর রশিদকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। এ ছাড়া পার্কের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. মামুনকে ক্রাইম কন্ট্রোল ইউনিটে বদলি করা হয়েছে। বদলি হওয়া অন্য তিনজন সম্পর্কে কিছু জানা যায়নি।
দীপংকর বর এ প্রসঙ্গে বলেন, এই বদলি একদমই রুটিন বদলি। সাফারি পার্কের কোনো ঘটনার সঙ্গে এই বদলির সম্পর্ক নেই। গত মঙ্গলবার তাঁদের বদলির আদেশ হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ গাজীপুর সাফারি পার্কের ভেতর থেকে তিনটি লেমুর চুরি হয়। এই ঘটনায় শ্রীপুর থানায় মামলা করেছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে সাফারি পার্ক পরিদর্শনে আসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রণালয় ও বন বিভাগের কর্মকর্তারা।