কক্সবাজারে জেলা প্রশাসকের সই জাল করার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি। আজ বিকেলে
কক্সবাজারে জেলা প্রশাসকের সই জাল করার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি। আজ বিকেলে

কক্সবাজারে খাসজমি পেতে ডিসির সই জাল, অবশেষে ধরা পড়লেন

কক্সবাজারে সরকারি খাসজমি বরাদ্দের আবেদনপত্রে জেলা প্রশাসকের (ডিসি) সই জাল করে জমা দেওয়ার অভিযোগে বুধবার বিকেলে রেজাউল করিম ওরফে সোহাগ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি পরিচয় দিয়েছেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল করিম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় ভূমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধীদের শিক্ষার জন্য খাসজমি বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন। আবেদন পত্রে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে সই রয়েছে রেজাউল করিমের। ওই আবেদনে ‘স্কুল নির্মাণের অনুমতি দেওয়া গেল’ লিখে নিচে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সই জুড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসকের সইযুক্ত আবেদনপত্র দেখে সন্দেহ হয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমদের। তিনি আবেদনপত্রটি যাচাই করে দেখতে পান জেলা প্রশাসকের সই জাল। এরপর রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সই জাল করার বিষয়টি স্বীকার করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের সই জাল করা গুরুতর অপরাধ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন বলেন, ‘রেজাউল করিমকে বুধবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, এ ঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। তাঁকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।