
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে চরফ্যাশনে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা ও আনন্দমিছিল হয়েছে। এ ছাড়া জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়।
ছিদ্দিক উল্লাহ মিয়ার অনুসারী বিএনপি নেতা–কর্মীরা জানান, জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জুলাই শহীদদের স্মরণে দুলারহাট কেন্দ্রীয় জামে মসজিদ, নুরাবাদ হাফিজিয়া মাদ্রাসায় এবং আহম্মদপুর ইউনিয়নসহ বিভিন্ন অঞ্চলের মসজিদে কোরআন খতম ও দোয়ার ব্যবস্থা করা হয়। এরপর নুরাবাদ ইউনিয়নে শহীদ ওমর ফারুক ও আহম্মদপুর ইউনিয়নের শহীদ হাবীবুর রহমানের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে সম্মান জানানো হয়।
পরে বিকেলে চরফ্যাশন পৌরসভা, আহম্মদপুর, চৌমুহনী বাজার, হাজিরহাট, কলমি, নীলকমল, ঘোষের হাট বাংলাবাজার, আব্দুল্লাহপুর আঞ্জুরহাট বাজারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে নেতা–কর্মীরা মিছিল নিয়ে দুলারহাট বাজারে অবস্থিত কার্যালয়ের সামনে আসেন। সেখান থেকে সন্ধ্যায় বিজয় মিছিল ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ছিদ্দিক উল্লাহ মিয়া দুঃসময়ে বিএনপি নেতা–কর্মীদের পাশে ছিলেন। আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ছিদ্দিক উল্লাহ মিয়াকে বিএনপির অভিভাবক হিসেবে প্রত্যাশা করেন চরফ্যাশন ও মনপুরার মানুষ। ছিদ্দিক উল্লাহর নেতৃত্ব পেলে চরফ্যাশন ও মনপুরা দুর্নীতিমুক্ত থাকবে বলে মনে করেন তৃণমূলের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।