বিএনপির লোগো
বিএনপির লোগো

শৃঙ্খলা ভাঙার অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা বিএনপির দলীয় প্যাডে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ও সদস্যসচিব কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুত্বপূর্ণ পদে থেকে দলীয় নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করায় চাঁদ আলী খানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন আহমদকে পাংশা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী। তিনি বলেন, দলীয় প্রধান গ্রেপ্তার বা আটক হলে সাময়িক অব্যাহতি দিয়ে পরবর্তীজনকে দায়িত্ব দিতে হয়। এটি দলীয় নিয়ম।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ে গণশুনানিকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শুনানিতে অংশ নেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ দলের কয়েকজন নেতা-কর্মী। শুনানির একপর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ও অফিস সহকারী সবুজ হোসেনকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। পরে সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চাঁদ আলী খানসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদ আলী খান, নারায়ণপুর গ্রামের রুহুল আমিন ও বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার মামুন শিকদার, ফরিদ হোসেন ও শিশির করিম। তাঁরা সবাই বিএনপির নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বাদী হয়ে সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই তাঁদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠায়। তবে তাঁরা সবাই শুক্রবার বিকেলে জামিনে মুক্তি পান।