লালমনিরহাট সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৬ ভারতীয় বিজিবির হাতে আটক

বাংলাদেশ–ভারত সীমান্ত
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই ছয়জনই ভারতের আসাম রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন থেকে তাঁদের আটক করে বিজিবি। এর মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী।

এর আগে গত বুধবার রাতে ওই ছয় ভারতীয় নাগরিককে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশে ঠেলে পাঠান। ওই এলাকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন।

আটক ব্যক্তিরা হলেন ভারতের আসাম রাজ্যের জামুগিরি (গোলাঘাট) গ্রামের বাসিন্দা মো. নিজাম আহমেদ (৪৮), একই রাজ্যের ইসলামপুরের মেরাপানি (গোলাঘাট) গ্রামের বাসিন্দা মো. আবদুল গফুর (৫৬), হাফিজা বেগম (৩৫), নুরেজা বেগম (৪৫), আসামের দলগাঁও (দরং) গ্রামের মো. কিসমত আলী (৬৩) ও মো. রহমত আলী (৩৫)।

বিজিবি জানায়, বুধবার (২৮ মে) রাতে দইখাওয়া সীমান্তের ৯০৮/এস পিলারের কাছ দিয়ে ৬ জনকে বিএসএফের সদস্যরা বাংলাদেশে ঠেলে পাঠান। পরে তাঁরা ওই এলাকার এক বাসিন্দার বাড়িতে ছিলেন। আজ দুপুরের দিকে পাটগ্রামের বুড়িমারী রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। পরে বিজিবি ওই ছয় ভারতীয় নাগরিককে আটক করে।

৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন। ওই বৈঠকের মাধ্যমে আটক ভারতীয়দের ভারতে ফেরত পাঠানো হবে।