নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ায় জাতীয় পার্টি দলীয় সংসদ সদস্য সেলিম ওসমানের বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নিসংয়োগ করা হয়। আজ বিকেলে তোলা
নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ায় জাতীয় পার্টি দলীয় সংসদ সদস্য সেলিম ওসমানের বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নিসংয়োগ করা হয়। আজ বিকেলে তোলা

শামীম-সেলিম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর বড় ভাই জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যবসায়ী নেতা সেলিম ওসমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা।

আজ সোমবার বিকেলে শহরের জামতলা এলাকায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে এবং উত্তর চাষাঢ়া এলাকায় সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এই দুই রাজনৈতিক নেতার বাড়ি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকেল সাড়ে চারটার দিকে শহরের জামতলা এলাকায় কয়েক হাজার বিক্ষোভকারী আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁর বাড়ি থেকে আসবাবসহ সবকিছু লুটপাট করা হয়েছে। ওই বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয়।

এদিকে বিকেল সাড়ে তিনটার দিকে উত্তর চাষাঢ়ার বাড়িতে কয়েক হাজার বিক্ষোভকারী জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় ঘরের থাকা জিনিসপত্রসহ আসবাব লুট করা হয়। এ সময় ওই বাড়িতে আগুন দেওয়া হয়।

দুপুর আড়াইটার দিকে শহরের পাইকপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আবদুল করিম বাবুর অফিসে ও বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
এদিকে ২ নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পৌর পাঠাগারে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করা হয়েছে। শহরের চাষাঢ়া রাইফেল ক্লাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বেলা সাড়ে তিনটার দিকে শহরের মাসদাইর পুলিশ লাইনসে হামলা করেন কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় তাঁরা পুলিশের চাল, তেলসহ রেশন লুটপাট করেন।
বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জ ক্লাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় ক্লাবের ভেতর থেকে আসবাবসহ মালামাল ও মদের বার থেকে মদ লুটপাট করা হয়েছে।

বিকেল পাঁচটার দিকে রূপায়ন টাউনের পঞ্চম তলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের জেড এন করপোরেশনের অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ওই অফিসে লুটপাট করা হয়েছে। এ ছাড়া পুলিশের ডাম্পিং স্টেশনে বিভিন্ন যানবাহনে হামলা ও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।