গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শেখ হাসিনার পেটোয়া বাহিনী গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা করেছে।
বুধবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে জোনায়েদ সাকি এ কথা বলেন।
জেলা গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ‘কত হাজার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে গেছে। কিন্তু এখনো ষড়যন্ত্র থামেনি। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে তার যে ষড়যন্ত্র, জনবিরোধী ও দেশবিরোধী তৎপরতা, সেটা চালিয়ে যাচ্ছে।’
এনসিপির পদযাত্রায় হামলার বিষয়ে জোনায়েদ সাকি বলেন, ‘আজকে গোপালগঞ্জে আমরা দেখলাম, ওই শেখ হাসিনার পেটোয়া বাহিনীর এখনো কিছু অবশিষ্ট বিভিন্ন জায়গায় আছে। নবগঠিত দল এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি ছিল সেখানে। সেই কর্মসূচিতে তারা হামলা করেছে।’
পতিত ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে পেশিশক্তি দেখায়—এমন মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা দিতে পারছে না। পুলিশ ভূমিকা পালন করতে পারছে না।
নির্বাচনের মাধ্যমে আগামী দিনে দেশের ভবিষ্যৎ ঠিক হবে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিকভাবে আমাদের একটা গণতান্ত্রিক জায়গায় যেতে হলে নির্বাচন প্রয়োজনীয়। অনেকে এখন দাঁড় করাচ্ছেন বিচার ও সংস্কার আগে হতে হবে। কিন্তু নির্বাচন না করলে সংস্কার স্থায়ী হবে কী করে? জনগণের সম্মতি ছাড়া কোনো সরকার কি স্থায়ী হবে? হবে না। জনগণের সম্মতি ছাড়া সংবিধান বদলানো যায় না।’
গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার, ছাত্র ফেডারেশনের নেতা ফাতেমা রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সমাবেশে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারাও বক্তব্য দেন।