
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে ইয়াসমিন আক্তার (৯) ও জান্নাত আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিদ্যালয়ে যাওয়ার জন্য ওই দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়েছিল। মরদেহ উদ্ধারের সময় পুকুরঘাটে পড়ে ছিল তাদের স্কুলের পোশাক ও স্যান্ডেল।
আজ মঙ্গলবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের সাকসি গ্রামের ভূঁইয়া বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। ইয়াসমিন আক্তার ওই গ্রামের মো. দাউদ হোসেনের মেয়ে এবং জান্নাত আক্তার পাশের তৈয়াসা গ্রামের আবদুল কাদেরের মেয়ে। জান্নাত সাকসি গ্রামে তার নানাবাড়িতে থাকত। ওই দুই শিশু পাশের নগর শরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ইয়াসমিন চতুর্থ শ্রেণি ও জান্নাত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজন জানান, আজ সকালে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাদের খুঁজতে গিয়ে দেখেন, লাশ পানিতে ভাসছে। দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাত হোসাইন প্রথম আলোকে বলেন, সকালে পানিতে পড়া দুই শিশুকে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
শিশু ইয়াসমিনের বাবা মো. দাউদ হোসেন বলেন, ‘ইয়াসমিন ও জান্নাত দুজনই প্রায় সমবয়সী। জান্নাতের মা মারা যাওয়ার পর সে নানাবাড়িতে থেকে পড়াশোনা করছিল। মঙ্গলবার সকালে দুজন স্কুলে যাওয়ার জন্য গোসল করতে যাচ্ছে বলে ঘর থেকে বের হয়। ঘরে ফিরতে দেরি হওয়ায় আমরা পুকুরের ঘাটে গিয়ে দেখি, দুজনের স্কুলের পোশাক ও স্যান্ডেল পড়ে আছে। কিন্তু তারা নেই। পরে উপস্থিত লোকজন পানিতে তাদের লাশ ভাসতে দেখে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য পেয়ে বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। মৃত্যুর বিষয়ে কারও অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।