
বগুড়ায় বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ ইমরানকে (৩০) আদালতে নেওয়ার সময় ডিম ছুড়েছে জনতা। আজ সোমবার বেলা তিনটার দিকে শেরপুর থানা চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা এই আসামির ওপর চড়াও হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শুভ ইমরানের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে শেরপুর ও বগুড়ার শাহজাহানপুর থানার তিনটি মামলা রয়েছে। তাঁকে আজ ভোররাতে ঢাকার সাভারের আশুলিয়া থানার পাশে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে শেরপুর থানা–পুলিশ। পরে তাঁকে শেরপুর থানায় আনা হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ ইমরান শেরপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাঁর বাড়ি পৌরশহরের উলিপুর নতুন পাড়া মহল্লায়।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, গ্রেপ্তারের পর আজ বিকেলে শুভ ইমরানকে থানা হাজত থেকে থানার প্রধান ফটকের সামনে বের করা হয় আদালতে পাঠানোর জন্য। এ সময় বিক্ষুব্ধ লোকজন তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে। তাঁরা শুভ ইমরানের ওপর হামলা করতে চাইলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে। পরে প্রিজন ভ্যানে তুলে বিশেষ নিরাপত্তা দিয়ে শুভ ইমরানকে আদালতে পাঠানো হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন প্রথম আলোকে জানান, শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার এজাহারভুক্ত আরও একাধিক আসামি এখনো আত্মগোপনে রয়েছেন। তাঁদের খুঁজতে অনুসন্ধান চলছে। গ্রেপ্তার করে দ্রুত আইনের বিচারের মুখোমুখি করা হবে।
শেরপুর থানা সূত্রে জানা যায়, শুভ ইমরানের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় দুটি এবং বগুড়া শাজাহানপুর থানার একটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি; অপর মামলায় তদন্তে প্রাপ্ত আসামি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শুভ ইমরান এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
শেরপুর থানা–পুলিশের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে পাওয়া তথ্যানুসারে আজ ভোররাতে ঢাকার সাভারের আশুলিয়া থানার পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে শুভ ইমরানকে গ্রেপ্তার করা হয়।