খাদে পড়ে যাওয়া মাহিন্দ্রাটি উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে রংপুর নগরের চায়না মোড়ে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে
খাদে পড়ে যাওয়া মাহিন্দ্রাটি উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে  রংপুর নগরের চায়না মোড়ে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে

রংপুরে বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩

রংপুরে বাসের সঙ্গে তিন চাকার মাহিন্দ্রার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে রংপুর নগরের চায়না মোড়ে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগের শাহিন আলম (২৫) ও কুড়িগ্রামের উলিপুরের দরগাপাড়ার রমজান আলী (২৯)। পুলিশ বলছে, নিহত তিনজনই মাহিন্দ্রার আরোহী ছিলেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তিন চাকার যাত্রীবাহী মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি মহাসড়কের ডান পাশে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। তাঁদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রাখা হয়েছে। আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রমজান আলীর ভাই একরামুল হক বলেন, তাঁর ছোট ভাই রমজান আলী পানি সরবরাহকারী একটি ব্যবসাপ্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। রংপুরে বিক্রয় প্রতিনিধিদের একটি সভায় যোগ দিতে আজ সকাল ছয়টায় তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে তাঁরা এ দুর্ঘটনার খবর পান।

নিহত শাহীন আলম ট্রাকের সহকারী হিসেবে কাজ করেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে মাহিগঞ্জ থানার সামনে নিহত শাহিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, তাঁর স্বামী ট্রাক চালানো শিখতে রংপুরে আসছিলেন।

দুর্ঘটনার পর বাসটি এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। মাহীগঞ্জ থানার ওসি আবদুল কুদ্দুস বলেন, তাঁরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বাসটি জব্দ ও চালককে আটকের চেষ্টা করছেন।