কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের পাটখেত থেকে রোজামনি (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
নিহত রোজামনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিলেন শিশু রোজামনি। এ সময় নিখোঁজ হয় সে। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে বাড়ির পাশের পাটখেত থেকে অর্ধগলিত লাশটি এলাকার এক ব্যক্তির চোখে পড়ে। পরে পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে।
রোজামনির ফুপাতো ভাই নাইম মিয়া বলেন, রোজামনি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন; তবে তার সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পেছনে পাটখেতের পাশের জমিতে ঘাস কাটতে গেলে রোজামনির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।