চিলমারী নদীবন্দরে ভিড়েছে বিশ্বের দীর্ঘ যাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’–এর পর্যটকদের অভ্যর্থনা জানানো হয়েছে। আজ সকালে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে
ছবি: প্রথম আলো

কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে ভিড়েছে বিশ্বের দীর্ঘ যাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’। গতকাল বুধবার সন্ধ্যায় চিলমারী নদীবন্দরে এ প্রমোদতরি নোঙর করেছে। এখানে রাত্রিযাপন শেষে আজ বৃহস্পতিবার প্রমোদতরির পর্যটকেরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। কাল শুক্রবার প্রমোদতরিটি চিলমারী নদীবন্দর থেকে দই খাওয়া নৌপথ হয়ে ভারতের আসামে যাবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক মো. মাহফুজুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, গঙ্গা বিলাসের যাত্রা নির্বিঘ্নে রাখতে চিলমারী নদীবন্দর থেকে উলিপুর উপজেলার দই খাওয়ার চর পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

চিলমারী নদীবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের বারানসি থেকে ১৩ জানুয়ারি যাত্রা শুরু করেছে প্রমোদতরি গঙ্গা বিলাস। যাত্রাপথে গঙ্গা বিলাস নদীপথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। সময় লাগবে মোট ৫১ দিন। প্রমোদতরিতে ৩টি ডেকসহ ২৮টি বিলাসবহুল কামরা আছে। ৬২ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের এ প্রমোদতরিতে সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির একজন পর্যটক ভ্রমণ করছেন। যাত্রাবিরতির অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় গঙ্গা বিলাস চিলমারী নদীবন্দরে ভিড়েছে।

গতকাল সন্ধ্যায় চিলমারী নদীবন্দরে প্রমোদতরিটি নোঙর করেছে। আজ সকালে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, প্রমোদতরি গঙ্গা বিলাসে যেহেতু বিদেশি পর্যটক আছেন, তাই তাঁদের নিরাপত্তার স্বার্থে বন্দর এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছ। বন্দর এলাকায় তদারকের জন্য সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, আজ সকালে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ থেকে চিলমারী নদীবন্দরে প্রমোদতরির পর্যটকদের অভ্যর্থনা জানানো হয়। পর্যটকেরা আজ চিলমারী নদীবন্দরে অবস্থান করে আগামীকাল সকালে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি বন্দরের উদ্দেশে যাত্রা করবেন।