
খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে পর্যাপ্ত বাস সার্ভিস চালু করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকেলে খুলনা নগরের শিববাড়ি মোড়ে এ কর্মসূচির আয়োজন করেন খুলনায় বসবাসরত মোরেলগঞ্জ-শরণখোলাবাসী।
মানববন্ধন সঞ্চালনা করেন তানভীর আহমাদ। সভাপতিত্ব করেন ‘নিরাপদ সড়ক চাই’ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এতে বক্তব্য দেন হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, এনসিপি খুলনা মহানগরের সংগঠক আহম্মদ হামীম, স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণডোরের সভাপতি নাসিব আহসান ও সাংবাদিক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে একাধিক পরিবহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক সমিতি। স্থানীয় মালিকদের কোন্দলে দূরপাল্লার পরিবহন বন্ধ হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার হাজার হাজার মানুষ। বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চিকিৎসার জন্য খুলনায় আসা রোগীরা বিপাকে পড়ছেন।
মানববন্ধন থেকে বক্তারা অনতিবিলম্বে এ রুটে পর্যাপ্ত বাস চালু করার জন্য মালিক সমিতির প্রতি দাবি জানান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, হাসিবুর রহমান, ইমরান হোসেন, আবদুল কাইয়ুম, মুজাহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, জাকারিয়া হোসেনসহ খুলনায় অবস্থানরত মোরেলগঞ্জ ও শরণখোলার অধিবাসী।