উপহারের আমবাহী গাড়ি। আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়
উপহারের আমবাহী গাড়ি। আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়

ভারতের ত্রিপুরায় হাঁড়িভাঙ্গা আম উপহার পাঠালেন প্রধান উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে হাঁড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের প্রতিনিধির কাছে আমগুলো পৌঁছে দেওয়া হয়। মোট ৬০ কার্টন আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ছিল ৫ কেজি করে আম।

আখাউড়া কাস্টমস সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে কাভার্ড ভ্যানে করে পাঠানো আম বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। স্থলবন্দরের অনুষ্ঠানিকতা শেষে বিকেল সোয়া পাঁচটার দিকে দুই দেশের শূন্যরেখায় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধির কাছে আমগুলো হস্তান্তর করা হয়। আগরতলার বাংলাদেশ মিশনের তত্ত্বাবধানে উপহারের এসব আম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় সব ধরনের ফি ও আদায়যোগ্য কর মওকুফ করে আমগুলো ছাড় করা হয়।