Thank you for trying Sticky AMP!!

নবীনবরণে প্রাক্তনদের দেওয়া গাছের চারা উপহার পেলেন আড়াই শতাধিক শিক্ষার্থী। বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিদাস বড়াল স্মৃতি (ডিগ্রি) কলেজ

গাছের চারা দিয়ে নবীনদের বরণের অভিনব উদ্যোগ

বাগেরহাটের চিতলমারীর কালিদাস বড়াল স্মৃতি (ডিগ্রি) মহাবিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্নাতক ও একাদশ শ্রেণির নবীনদের একটি করে উন্নত জাতের আমগাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়।

নবীনবরণের আয়োজনে গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাঁরা বলেন, কলেজে তাঁদের ক্লাস শুরু হয়েছে আগেই। তবে এখন উৎসব করে নবীনবরণ হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাও এসেছিলেন। এখানে সবাইকে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।

Also Read: বউভাতে খরচ বাঁচিয়ে বই বিলাচ্ছেন এই নবদম্পতি

কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায় বলেন, ‘আমরা প্রতিবছরই উৎসবের মাধ্যমে নবীন শিক্ষার্থীকে বরণের আয়োজন করে থাকি। এখানে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে কয়েক বছর ধরে নবীনদের একটি করে গাছ উপহার দিয়ে আসছে প্রাক্তন শিক্ষার্থীরা। তারা নিজ উদ্যোগে প্রতিবছর এই চারা উপহার দেয়।’ প্রাক্তনদের পক্ষ থেকে কলেজের স্নাতক ও একাদশ শ্রেণির আড়াই শতাধিক শিক্ষার্থীকে চারা উপহার দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকে ‘বড়াল কলেজ সবুজ সাথী’ নামের প্রাক্তন শিক্ষার্থীদের একটি গ্রুপ এ আয়োজন করছে। এই গ্রুপের অ্যাডমিন মাধব চন্দ্র ব্রাহ্মণ বলেন, ‘মূলত গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ উদ্যোগ। প্রত্যেক শিক্ষার্থীর বাড়ির আঙিনায় থাকা গাছটি তার শিক্ষাপ্রতিষ্ঠানের কথা মনে করিয়ে দেবে।’