গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-ধামরাই সড়কের খানাখন্দে আটকে বিকল হয় একটি মালবাহী ট্রাক। আজ সকাল ৯টার দিকে সোনাখালী রেলক্রসিং এলাকায়
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-ধামরাই সড়কের খানাখন্দে আটকে বিকল হয় একটি মালবাহী ট্রাক। আজ সকাল ৯টার দিকে সোনাখালী রেলক্রসিং এলাকায়

রেলক্রসিংয়ে মালবাহী ট্রাক বিকল, প্রায় ৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিং–সংলগ্ন সড়কের ওপর ধানবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার সকাল আটটার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের খানাখন্দে আটকে বিকল হয়ে পড়ে ট্রাকটি। পরে বেলা সোয়া ১১টার যানটি সেখান থেকে সরানো হলে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণে কালিয়াকৈর-ধামরাই সড়কে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। আজ সকাল আটটার দিকে সোনাখালী রেলক্রসিং–সংলগ্ন একটি গর্তে ধানবাহী ট্রাকটি আটকে বিকল হয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটিকে সেখান থেকে সরাতে পারেননি চালক। এরপর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাদির উজ-জামান জানান, এ ঘটনার পর ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।

গত কয়েক দিনের টানা বর্ষণে কালিয়াকৈর-ধামরাই সড়কে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে

পরে রেলক্রসিং থেকে ট্রাকটি সরানো হলে রেলপথটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী।