
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিষ্ণুপুরে কুণ্ডুমেলায় দুই পক্ষের বিরোধের জেরে ছুরিকাঘাতে হাসান মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এর আগে আহত হয়ে তিনি ঘটনাস্থলে প্রায় তিন ঘণ্টা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন।
নিহত হাসান মিয়া মাধবপুর উপজেলার তিনগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মাধবপুরের বিষ্ণুপুর গ্রামে কুণ্ডুমেলা চলছিল। বিকেল সাড়ে চারটার দিকে মেলায় পূর্ববিরোধের জেরে বিষ্ণুপুর গ্রামের জহির আলীর সঙ্গে একই গ্রামের রজব আলীর কথা-কাটাকাটি থেকে ঝগড়া হয়। এ সময় তিনগাঁও গ্রামের হাসান মিয়া ঝগড়া করেন জহির আলীর পক্ষ নিয়ে। প্রতিপক্ষের লোকজন হাসানের ডান পায়ের ঊরুতে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর আহত অবস্থায় তিনি প্রায় তিন ঘণ্টা মাটিতে পড়ে ছিলেন। তাঁর মৃত্যু হয়েছে ভেবে আশপাশের কেউ এগিয়ে আসেননি। পরে রাত আটটার দিকে তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক তারেকুজ্জামান বলেন, হাসান মিয়াকে রাতে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, রজব আলী ও জহির আলী ওই এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। কুণ্ডুমেলায় একে অপরের সঙ্গে দেখা হলে পুরোনো বিরোধ থেকে তাঁরা ঝগড়ায় জড়ান। এ সময় হাসান মিয়া একটি পক্ষ নিলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। এলাকাবাসী অনেক দেরিতে পুলিশকে ঘটনাটি জানান। এর আগে আহত ব্যক্তি প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিলেন। লাশ উদ্ধার করে আজ সোমবার ময়নাতদন্তর জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।