কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত খাজনা (হাসিল) আদায়ের অভিযোগে হাটের ইজারাদার ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক ওরফে শাহীন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল ভূরুঙ্গামারী হাটে অভিযান চালায়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী হাটে সরকার নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ করেন। সেনাবাহিনীর টহল দলের কর্মকর্তারা খাজনার রশিদ যাচাই করে অভিযোগের সত্যতা পান। এরপর ফরিদুল হককে আটক করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। ফরিদুল হক ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
ভূরুঙ্গামারী উপজেলা ভূমি কার্যালয়ের হাট ও ইজারা শাখার এক কর্মকর্তা বাদী হয়ে ফরিদুল হকের বিরুদ্ধে মামলা করেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ প্রথম আলোকে বলেন, সরকার নির্ধারিত হাসিলের চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগে তাঁকে প্রথমে আটক করা হয়। পরে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।