
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে খুলনার জিরো পয়েন্ট এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ওই কর্মসূচি পালন করেন তাঁরা। আজ বুধবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সড়ক অবরোধের ওই কর্মসূচি চলে।
এর আগে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্ট মোড় জড়ো হন শিক্ষার্থীরা। এরপর তাঁরা চারটি সড়কের মুখ অবরোধ করেন। এ সময় খুলনা-সাতক্ষীরা ও খুলনা-বাগেরহাট, খুলনা-যশোর, খুলনা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সড়কের মুখ থেকে অবরোধ তুলে নিয়ে এক পাশে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ‘দফা এক দাবি এক, মাসুদের পদত্যাগ’, ‘এক-দুই-তিন-চার, মাসুদ তুই গদি ছাড়’, ‘তুমি কে আমি কে, কুয়েটিয়ান কুয়েটিয়ান’।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই বিপ্লবে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছিলাম অন্য কোনো ফ্যাসিস্টকে বসানোর জন্য নয়। কুয়েটের ভাইয়েরা অনশনে মৃত্যুর মুখে, আর ভিসি মাসুদ এসির বাতাসে আরাম করছেন। আমরা তাঁর পদত্যাগ চাই।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বলেন, কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা ও ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার নতুন ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। উপাচার্য মাসুদ পদত্যাগ না করলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে আজ সকাল থেকে ক্লাস বর্জন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে কোনো ক্লাস হয়নি।