মৌলভীবাজারের জুড়ীতে স্রোতের টানে পানিতে ডুবে সীমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সীমা পূর্ব হরিরামপুর গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিনের মেয়ে। সে উপজেলা সদরের মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকার নিচু স্থান পানিতে তলিয়ে যায়। সীমা গতকাল বিকেল পাঁচটার দিকে তার মায়ের সঙ্গে হাঁটুপানি মাড়িয়ে পাশেই বড় বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় স্রোতের টানে সে রাস্তার পাশে খালে ডুবে যায়। তার মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় সীমাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ময়নাতদন্ত ছাড়াই সীমার লাশ হস্তান্তর করা হয়েছে।