
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর কলেজছাত্র মিরাজুল হক ওরফে তমালের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মেঘাই নৌকাঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার দুপুরে মেঘাই পর্যটনকেন্দ্রের পূর্ব পাশে নদীর ঘাটে গোসলে নেমে তিনি নিখোঁজ হন।
নিহত মিরাজুল হক বগুড়ার শাজাহানপুর থানার জামালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ, নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিখোঁজ মিরাজুল হক গত বুধবার দুপুরে তাঁর মা–বাবাসহ স্বজনদের পরিবারের ১১ সদস্য মিলে কাজীপুরের মেঘাই যমুনা নদীর পাড়ে বেড়াতে আসেন। সেখানে বেলা দুইটার দিকে মেঘাই যমুনা নদীর ঘাট এলাকায় তাঁর সমবয়সী চারজন মিলে নদীতে গোসলে নামেন। এ সময় প্রবল স্রোতের তোড়ে মিরাজুল পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে রাজশাহী থেকে চার সদস্যের ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও কোনো খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়।
আজ সকালে যমুনা নদীর মেঘাই নৌকাঘাটের পাশে নিখোঁজ মিরাজুল হকের মরদেহ ভেসে ওঠে। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম প্রথম আলোকে বলেন, সকালে মরদেহটি উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।