দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যুবদলের দুই নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম ও সদস্যসচিব সোলায়মান হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
আজ সোমবার সকালে অব্যাহতির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান। তিনি বলেন, জরুরি সভা করে সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন বড়খাপন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন মিয়া ও নাজিরপুর ইউনিয়ন যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আকরাম হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ওই দুই নেতা বিভিন্ন সময় দলের নাম ভাঙিয়ে অনৈতিকভাবে সুবিধা আদায় করছিলেন। এ ছাড়া স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখানোসহ দলীয় প্রভাব বিস্তার করা, বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগ তাঁদের বিরুদ্ধে। এ কারণে তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের ওই দুই নেতার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখার অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে জানতে মিলন মিয়ার মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। আর আকরাম হোসেন ফোন ধরেননি।