জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন। হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় ৫১ লাখ টাকা, স্ত্রীর আয় প্রায় দ্বিগুণ (৮৯ লাখ)। স্ত্রীর অস্থাবর সম্পদ শিশিরের তিন গুণের বেশি। তিনি ৩০ লাখ ৬০ হাজার টাকা নির্বাচনী ব্যয় মেটাবেন, যার ২০ লাখ তাঁর নিজের আয় থেকে এবং ১০ লাখ ৬০ হাজার জামায়াতের কর্মী-শুভানুধ্যায়ীদের দান থেকে আসবে।